অভি
পশ্চিমবঙ্গ
<><><><><>
আমি অভি । থাকি পশ্চিমবঙ্গে ।
আজ আমি আমার ভালবাসার গল্প বলব ।
আমি যখন থেকে ক্লাস এইটে পড়ি তখন থেকেই আমি বুঝতে পারি যে আমি সমকামী । হাইয়ার সেকেন্ডারি পাশ করার পর আমি কলেজে এডমিশন নিই । আমি থাকতাম প্রেসিডেন্সি কলেজের কলকাতার হোস্টেলে । দুই সিটের রুম । আমি যেদিন প্রথম হোস্টেলে উঠি সেদিন একটি ছেলেকে দেখে আমার বুকের ভেতর প্রচণ্ড ঝড় বয়ে যায় । পরিচিত হই ওর সাথে । জানতে পারি ওর নামটাও অভি ।
আমি খুব অবাক হই এই জেনে অভি আমার বেচমেট ।
আমার জন্য আরও কিছু অদ্ভুত ঘটনা অপেক্ষা করছিল যা আমি স্বপ্নেও ভাবি নি ।
মজার ব্যপার হল অভি আর আমার সিট এক রুমে পড়ল । অর্থাৎ আমি আর ও রুমমেট । আমি মনে মনে অনেক খুশি হলাম । বুকের ভেতর অদ্ভুত ভাললাগা কাজ করছিল ।
আস্তে আস্তে আমি আর অভি দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে যাই ।
আমরা সবসময় একসাথে ঘুরতাম । একসাথে পড়তাম । একসাথে খেতে যেতাম ।
আমি মনে মনে ভাবতাম এভাবে যদি ওর পাশে পাশে বাকিটা জীবন থাকতে পারতাম ! আমার অবস্থা এমন পর্যায়ে যায় যে ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না ।
আমাদের মেলা মেশা দেখে অনেক বন্ধুরা ফান করে আমাদের বর বউ বলত ।
আমি ব্যপার টা ফান হিসেবেই নিতাম । অভিও ।
যাই হোক ।
স্বপ্নের মত দিন যাচ্ছিল ।
আমরা কখনও সেক্সুয়াল কিছু করিনি একে অপরের সাথে । কিন্তু একজন ভালো বন্ধু হিসেবে ওকে জড়িয়ে ধরে ঘুমাতাম ।
গোসল করার সময় মজা করতাম ।
একদিন রাতে অভি আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ।
আমি বলি, কিরে ? কি করছিস ?
অভি আমার কানের কাছে মুখ এনে বলে, চল । আজ রাতে আমরা সত্যি সত্যি বর বউ হই ।
আমি হেসে বলি, কি সব পাগলামি কথা বার্তা বলিস ?
কিচ্ছু বুঝি না ।
অভি আমার গালে চুমু খায় । বলে, চল আজ বাসর করি ।
আমি ঘুরে অভির মুখের দিকে তাকাই ।
ওর ঠোঁটে চুমু খাই । আলতো করে ।
অভিও আমাকে চুমু দেয় । নরম মখমল ঘাসের মত করে ।
অভি আমাকে জড়িয়ে ধরে আমাকে নিয়ে বিছানায় পড়ে যায় ।
কখনও আমি ওর বুকের উপর কখনও সে আমার বুকের উপর ।
অদ্ভুত একটা শিহরণ । আমার এতদিনের জমানো স্বপ্ন সফল হবার আনন্দে আমি কেঁদে দিলাম ।
অভি আমার চোখ ছুঁয়ে বলে, কাদিস কেন বোকা ? ভয় পাচ্ছিস ?
আমি অভির পুরুষালী কঠিন আঙ্গুল ছুঁয়ে বলি, তোর সাথে অজানায় হারাতে আমার দ্বিধা নেই ।
আমরা দুজন উদোম পুরুষ একে অন্যের উদোম শরীর দেখি ।
অভি খুব পাগল হয়ে যায় । আমাকে বলে, অভি আমাকে করতে দে প্লিজ ।
আমি ওকে আদর করে বলি, আমার সব তোর । যা ইচ্ছে কর ।
অভি ধীরে ধীরে আমার শরীরের ভেতর প্রবেশ করে ।
আমি পাওয়ার আনন্দে ব্যথা ভুলে যাই ।
মনে হচ্ছিল কত জনম জনম এই মুহূর্ত টার জন্য আমার অপেক্ষা ছিল ।
এক সময় দুজনেই ক্লান্ত বিধ্বস্ত ।
অভি আমার বুকে শুয়ে আছে ।
আমি ওর মাথার চুলে আঙ্গুল বুলাচ্ছি ।
অভি চোখ বুজে আছে । ক্লান্তিতে নাকি সুখে কে জানে ।
সেই রাতের পর থেকে অভি বদলে যেতে লাগল ।আজ আমি আমার ভালবাসার গল্প বলব ।
আমি যখন থেকে ক্লাস এইটে পড়ি তখন থেকেই আমি বুঝতে পারি যে আমি সমকামী । হাইয়ার সেকেন্ডারি পাশ করার পর আমি কলেজে এডমিশন নিই । আমি থাকতাম প্রেসিডেন্সি কলেজের কলকাতার হোস্টেলে । দুই সিটের রুম । আমি যেদিন প্রথম হোস্টেলে উঠি সেদিন একটি ছেলেকে দেখে আমার বুকের ভেতর প্রচণ্ড ঝড় বয়ে যায় । পরিচিত হই ওর সাথে । জানতে পারি ওর নামটাও অভি ।
আমি খুব অবাক হই এই জেনে অভি আমার বেচমেট ।
আমার জন্য আরও কিছু অদ্ভুত ঘটনা অপেক্ষা করছিল যা আমি স্বপ্নেও ভাবি নি ।
মজার ব্যপার হল অভি আর আমার সিট এক রুমে পড়ল । অর্থাৎ আমি আর ও রুমমেট । আমি মনে মনে অনেক খুশি হলাম । বুকের ভেতর অদ্ভুত ভাললাগা কাজ করছিল ।
আস্তে আস্তে আমি আর অভি দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে যাই ।
আমরা সবসময় একসাথে ঘুরতাম । একসাথে পড়তাম । একসাথে খেতে যেতাম ।
আমি মনে মনে ভাবতাম এভাবে যদি ওর পাশে পাশে বাকিটা জীবন থাকতে পারতাম ! আমার অবস্থা এমন পর্যায়ে যায় যে ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না ।
আমাদের মেলা মেশা দেখে অনেক বন্ধুরা ফান করে আমাদের বর বউ বলত ।
আমি ব্যপার টা ফান হিসেবেই নিতাম । অভিও ।
যাই হোক ।
স্বপ্নের মত দিন যাচ্ছিল ।
আমরা কখনও সেক্সুয়াল কিছু করিনি একে অপরের সাথে । কিন্তু একজন ভালো বন্ধু হিসেবে ওকে জড়িয়ে ধরে ঘুমাতাম ।
গোসল করার সময় মজা করতাম ।
একদিন রাতে অভি আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ।
আমি বলি, কিরে ? কি করছিস ?
অভি আমার কানের কাছে মুখ এনে বলে, চল । আজ রাতে আমরা সত্যি সত্যি বর বউ হই ।
আমি হেসে বলি, কি সব পাগলামি কথা বার্তা বলিস ?
কিচ্ছু বুঝি না ।
অভি আমার গালে চুমু খায় । বলে, চল আজ বাসর করি ।
আমি ঘুরে অভির মুখের দিকে তাকাই ।
ওর ঠোঁটে চুমু খাই । আলতো করে ।
অভিও আমাকে চুমু দেয় । নরম মখমল ঘাসের মত করে ।
অভি আমাকে জড়িয়ে ধরে আমাকে নিয়ে বিছানায় পড়ে যায় ।
কখনও আমি ওর বুকের উপর কখনও সে আমার বুকের উপর ।
অদ্ভুত একটা শিহরণ । আমার এতদিনের জমানো স্বপ্ন সফল হবার আনন্দে আমি কেঁদে দিলাম ।
অভি আমার চোখ ছুঁয়ে বলে, কাদিস কেন বোকা ? ভয় পাচ্ছিস ?
আমি অভির পুরুষালী কঠিন আঙ্গুল ছুঁয়ে বলি, তোর সাথে অজানায় হারাতে আমার দ্বিধা নেই ।
আমরা দুজন উদোম পুরুষ একে অন্যের উদোম শরীর দেখি ।
অভি খুব পাগল হয়ে যায় । আমাকে বলে, অভি আমাকে করতে দে প্লিজ ।
আমি ওকে আদর করে বলি, আমার সব তোর । যা ইচ্ছে কর ।
অভি ধীরে ধীরে আমার শরীরের ভেতর প্রবেশ করে ।
আমি পাওয়ার আনন্দে ব্যথা ভুলে যাই ।
মনে হচ্ছিল কত জনম জনম এই মুহূর্ত টার জন্য আমার অপেক্ষা ছিল ।
এক সময় দুজনেই ক্লান্ত বিধ্বস্ত ।
অভি আমার বুকে শুয়ে আছে ।
আমি ওর মাথার চুলে আঙ্গুল বুলাচ্ছি ।
অভি চোখ বুজে আছে । ক্লান্তিতে নাকি সুখে কে জানে ।
যে ছেলে আগে মেয়েদের সাথে টাংকি মারত সেই ছেলে এখন সারাক্ষন আমাকে আদর করে । প্র্তিদিন প্রতিরাত ।
আমি বুঝতে পারছিলাম অভির মত একটা straight ছেলে দিনের পর দিন আমার প্রেমে অন্ধ হয়ে যাচ্ছে ।
অভি ছিল বাবা মায়ের একমাত্র ছেলে ।
তাই নিজেকে এসব ভেবে খুব অপরাধি মনে হল ।
মনে হল আমি কি ভুল করছি না !
আমি সমকামী । তাই আমার হয়ত একজন সমকামিকেই ভালবাসা উচিত ।
একদিনের ঘটনা আমাকে আরও ভাবিয়ে তোলে ।
সেদিন ছিল ১১ অক্টোবর । আমার জন্মদিন ।
অভি ঠিক রাত বারটায় ঘরের দরজা বন্ধ করে আমার কাছে আসল ।
আমার দিকে তাকিয়ে বলল, আজ তোর জন্মদিনে আমি তোকে সবচাইতে বড় সারপ্রাইস দেব ।
এই বলে ও আমার মাথায় সিঁদুর লাগিয়ে দিয়ে বলে,আজ তোকে আমি বিয়ে করলাম । আজ থেকে আমরা সত্যি বর বউ । তোর জন্মদিনে এটা আমার গিফট ।
আমি ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাচ্ছিলাম । কিন্তু নিজেকে বুঝালাম এই খেলা আজই শেষ করতে হবে । নাহলে অভি আর কখনও কোন মেয়েকে ভালবাসবে না । বিয়ে করবে না । আমার কারণে এমনটা হোক সেটা আমি চাই না ।
আমি ঠাস করে অভির গালে থাপ্পর দিলাম ।
বললাম, তোকে আমি চাই না । তোকে ভালও বাসি না । তাই এসব ফালতু কথা আমার সাথে বলবি না ।
কথা গুলো বলতে আমার বুক ফেটে যাচ্ছিল ।
সে রাত ও আর আমার আর কথা হয় নি ।
পরদিন আমি সকাল হতেই হোস্টেল ছেড়ে চলে আসি ।
আমি ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছি । আমার যে কেমন লাগছে তা একমাত্র আমি জানি ।
আমি ওকে খুব খুব ভালবাসি ।
তাই ওর ভালর জন্য, ওর ভবিষ্যতের কথা ভেবে এসব করেছি । করতে বাধ্য হয়েছি ।
আমি জানি না আমি ভুল করেছি নাকি ঠিক করেছি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন