দৃষ্টি দিন

প্রিয় পাঠক,

সমকামিতা নিয়ে আপনার জীবনের হাসি, কান্না, সুখ, দুঃখ, ভাল লাগা, কষ্ট লাগা যদি আমাদের পাঠকদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের male.bangladesh@gmail.com এ ঠিকানাতে পাঠিয়ে দিন। আমরা আপনার লিখা প্রকাশ করব। তবে লিখাটি যেন কোন অবস্থাতে অন্য কোন সাইড থেকে ধার করা না হয় এবং লিখাটি যেন একান্তই আপনার জীবনের হয়। যদি কোন সাইড থেকে ধার করে থাকেন তার দায় দায়িত্ব একান্তই আপনার। মেল বাংলাদেশ কোন রকম দায়িত্ব নেবে না। আর আপনি যদি রিগুলার বেসিস লিখা পাঠান তবে আমরা আপনাকে এ ব্লগের সদস্য করে নেব।

ধন্যবাদ

সারাক্ষন সে আমাকে আদর করে ...



অভি

পশ্চিমবঙ্গ
<><><><><>


আমি অভি থাকি পশ্চিমবঙ্গে
আজ আমি আমার ভালবাসার গল্প বলব
আমি যখন থেকে ক্লাস এইটে পড়ি তখন থেকেই আমি বুঝতে পারি যে আমি সমকামী হাইয়ার সেকেন্ডারি পাশ করার পর আমি কলেজে এডমিশন নিই আমি থাকতাম প্রেসিডেন্সি কলেজের কলকাতার হোস্টেলে দুই সিটের রুম আমি যেদিন প্রথম হোস্টেলে উঠি সেদিন একটি ছেলেকে দেখে আমার বুকের ভেতর প্রচণ্ড ঝড় বয়ে যায় পরিচিত হই ওর সাথে জানতে পারি ওর নামটাও অভি
আমি খুব অবাক হই এই জেনে অভি আমার বেচমেট
আমার জন্য আরও কিছু অদ্ভুত ঘটনা অপেক্ষা করছিল যা আমি স্বপ্নেও ভাবি নি
মজার ব্যপার হল অভি আর আমার সিট এক রুমে পড়ল অর্থা আমি আর রুমমেট আমি মনে মনে অনেক খুশি হলাম বুকের ভেতর অদ্ভুত ভাললাগা কাজ করছিল
আস্তে আস্তে আমি আর অভি দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে যাই
আমরা সবসময় একসাথে ঘুরতাম একসাথে পড়তাম একসাথে খেতে যেতাম
আমি মনে মনে ভাবতাম এভাবে যদি ওর পাশে পাশে বাকিটা জীবন থাকতে পারতাম ! আমার অবস্থা এমন পর্যায়ে যায় যে ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না
আমাদের মেলা মেশা দেখে অনেক বন্ধুরা ফান করে আমাদের বর বউ বলত
আমি ব্যপার টা ফান হিসেবেই নিতাম অভিও
যাই হোক
স্বপ্নের মত দিন যাচ্ছিল
আমরা কখনও সেক্সুয়াল কিছু করিনি একে অপরের সাথে কিন্তু একজন ভালো বন্ধু হিসেবে ওকে জড়িয়ে ধরে ঘুমাতাম
গোসল করার সময় মজা করতাম
একদিন রাতে অভি আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে
আমি বলি, কিরে ? কি করছিস ?
অভি আমার কানের কাছে মুখ এনে বলে, চল আজ রাতে আমরা সত্যি সত্যি বর বউ হই
আমি হেসে বলি, কি সব পাগলামি কথা বার্তা বলিস ?
কিচ্ছু বুঝি না
অভি আমার গালে চুমু খায় বলে, চল আজ বাসর করি
আমি ঘুরে অভির মুখের দিকে তাকাই
ওর ঠোঁটে চুমু খাই আলতো করে
অভিও আমাকে চুমু দেয় নরম মখমল ঘাসের মত করে
অভি আমাকে জড়িয়ে ধরে আমাকে নিয়ে বিছানায় পড়ে যায়
কখনও আমি ওর বুকের উপর কখনও সে আমার বুকের উপর
অদ্ভুত একটা শিহরণ আমার এতদিনের জমানো স্বপ্ন সফল হবার আনন্দে আমি কেঁদে দিলাম
অভি আমার চোখ ছুঁয়ে বলে, কাদিস কেন বোকা ? ভয় পাচ্ছিস ?
আমি অভির পুরুষালী কঠিন আঙ্গুল ছুঁয়ে বলি, তোর সাথে অজানায় হারাতে আমার দ্বিধা নেই
আমরা দুজন উদোম পুরুষ একে অন্যের উদোম শরীর দেখি
অভি খুব পাগল হয়ে যায় আমাকে বলে, অভি আমাকে করতে দে প্লিজ
আমি ওকে আদর করে বলি, আমার সব তোর যা ইচ্ছে কর
অভি ধীরে ধীরে আমার শরীরের ভেতর প্রবেশ করে
আমি পাওয়ার আনন্দে ব্যথা ভুলে যাই
মনে হচ্ছিল কত জনম জনম এই মুহূর্ত টার জন্য আমার অপেক্ষা ছিল
এক সময় দুজনেই ক্লান্ত বিধ্বস্ত
অভি আমার বুকে শুয়ে আছে
আমি ওর মাথার চুলে আঙ্গুল বুলাচ্ছি
অভি চোখ বুজে আছে ক্লান্তিতে নাকি সুখে কে জানে
সেই রাতের পর থেকে অভি বদলে যেতে লাগল
যে ছেলে আগে মেয়েদের সাথে টাংকি মারত সেই ছেলে এখন সারাক্ষন আমাকে আদর করে প্র্তিদিন প্রতিরাত
আমি বুঝতে পারছিলাম অভির মত একটা straight ছেলে দিনের পর দিন আমার প্রেমে অন্ধ হয়ে যাচ্ছে
অভি ছিল বাবা মায়ের একমাত্র ছেলে
তাই নিজেকে এসব ভেবে খুব অপরাধি মনে হল
মনে হল আমি কি ভুল করছি না !
আমি সমকামী তাই আমার হয়ত একজন সমকামিকেই ভালবাসা উচিত
একদিনের ঘটনা আমাকে আরও ভাবিয়ে তোলে
সেদিন ছিল ১১ অক্টোবর আমার জন্মদিন
অভি ঠিক রাত বারটায় ঘরের দরজা বন্ধ করে আমার কাছে আসল
আমার দিকে তাকিয়ে বলল, আজ তোর জন্মদিনে আমি তোকে সবচাইতে বড় সারপ্রাইস দেব
এই বলে আমার মাথায় সিঁদুর লাগিয়ে দিয়ে বলে,আজ তোকে আমি বিয়ে করলাম আজ থেকে আমরা সত্যি বর বউ তোর জন্মদিনে এটা আমার গিফট
আমি ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাচ্ছিলাম কিন্তু নিজেকে বুঝালাম এই খেলা আজই শেষ করতে হবে নাহলে অভি আর কখনও কোন মেয়েকে ভালবাসবে না বিয়ে করবে না আমার কারণে এমনটা হোক সেটা আমি চাই না
আমি ঠাস করে অভির গালে থাপ্পর দিলাম
বললাম, তোকে আমি চাই না তোকে ভালও বাসি না তাই এসব ফালতু কথা আমার সাথে বলবি না
কথা গুলো বলতে আমার বুক ফেটে যাচ্ছিল
সে রাত আর আমার আর কথা হয় নি
পরদিন আমি সকাল হতেই হোস্টেল ছেড়ে চলে আসি
আমি ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছি আমার যে কেমন লাগছে তা একমাত্র আমি জানি
আমি ওকে খুব খুব ভালবাসি
তাই ওর ভালর জন্য, ওর ভবিষ্যতের কথা ভেবে এসব করেছি করতে বাধ্য হয়েছি
আমি জানি না আমি ভুল করেছি নাকি ঠিক করেছি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন