দৃষ্টি দিন
প্রিয় পাঠক,
সমকামিতা নিয়ে আপনার জীবনের হাসি, কান্না, সুখ, দুঃখ, ভাল লাগা, কষ্ট লাগা যদি আমাদের পাঠকদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের male.bangladesh@gmail.com এ ঠিকানাতে পাঠিয়ে দিন। আমরা আপনার লিখা প্রকাশ করব। তবে লিখাটি যেন কোন অবস্থাতে অন্য কোন সাইড থেকে ধার করা না হয় এবং লিখাটি যেন একান্তই আপনার জীবনের হয়। যদি কোন সাইড থেকে ধার করে থাকেন তার দায় দায়িত্ব একান্তই আপনার। মেল বাংলাদেশ কোন রকম দায়িত্ব নেবে না। আর আপনি যদি রিগুলার বেসিস লিখা পাঠান তবে আমরা আপনাকে এ ব্লগের সদস্য করে নেব।
ধন্যবাদ
গুরু আমি আর পারছি না, আমাকে মেরে ফেল
<><><><>
অনার্সে ভর্তি হলাম। বেশ কয়েকদিনের মাঝে ভাল সম্পর্ক তৈরি হল প্রিতম এর
সাথে। পার্থক্যটা হল আমি অনার্স করছি একাউন্টিং এ আর ও করছে অন্য একটা সাবজেক্ট এ।
ইউনিভার্সিটির সামনে একটা মাঠ ছিল। মাঠের একপ্রান্তে একটা বেঞ্চির মত ছিল। ক্লাসের
ফাকে আমাদের ডিপার্টমেন্টের সমমনা বন্ধুরা মিলে ব্যাঞ্চের ঐখানে বসে আড্ডা দিতাম।
প্রিতম ও যেত আমাদের ডিপার্টমেন্টের বন্ধু মিঠুর সাথে। মিঠু আর প্রিতম ছোট বেলার
বন্ধু।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন